ঢাকা প্রেস নিউজ
বাংলালিংকের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন সিঙ্গাপুরের স্টারহাবে কৌশল ও ব্যবসায়িক রূপান্তর বিষয়ক কনজ্যুমার বিজনেস গ্রুপের নেতৃত্বদানকারী ইওহান বুসে। সোমবার বাংলালিংকের মূল কোম্পানি ভিওন এই নিয়োগের ঘোষণা দিয়েছে। ৬ এপ্রিল থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
বাংলালিংক কর্তৃপক্ষ জানায়, ইওহান বুসে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যজুড়ে টেলিকম খাতে বহু বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন। এর আগে তিনি ওরেদো ওমানের চিফ কমার্শিয়াল অফিসার হিসেবে কাজ করেছেন এবং ডয়েশ্চ টেলিকম ক্রোয়েশিয়া, এক্সিস ও সিংটেলের মতো প্রতিষ্ঠানে উচ্চপদস্থ দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে বাংলালিংকের সিইও এরিক অস বলেন, “গত ৯ বছর ধরে বাংলালিংকের অসাধারণ দলকে নেতৃত্ব দেওয়া এবং ভিওনের উদ্ভাবনী মূল্যবোধ ‘ফোরজি ফর অল’-এর মাধ্যমে লাখো বাংলাদেশির জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করতে পারা সত্যিই সৌভাগ্যের বিষয়।”