সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-
নাটোরের বড়াইগ্রাম থানার মাঁঝগাঁও ইউনিয়নের ছাতিয়ানগাছা গ্রামের বটতলার রাস্তা সংলগ্ন এলাকায় পুলিশের অভিযানে প্রায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এই অভিযান সোমবার রাত ১২টা ৪৫ মিনিটে পরিচালিত হয়।
এলাকাবাসী জানিয়েছেন, ছাতিয়ানগাছা গ্রামের বটতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান থেকে গাঁজা নামানোর সময় তারা ধাওয়া করে। সেই সময় গাঁজার বস্তা ফেলে দিয়ে গাঁজা ক্রেতা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ভ্যানের ড্রাইভারকে ধরতে সক্ষম হন। জব্দকৃত বস্তায় মোট ১৩ প্যাকেট গাঁজা ছিল, যার মোট ওজন প্রায় ৪০ কেজি।
এ ঘটনায় স্থানীয়রা পুলিশকে অবহিত করলে, বনপাড়া তদন্ত ফাঁড়ীর পুলিশ গাঁজার বস্তা, ভ্যান এবং ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে যায়।
বনপাড়া তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর আঃ রাজ্জাক জানিয়েছেন, উদ্ধারকৃত গাঁজার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ড্রাইভারকে আটক করা হয়েছে এবং অন্যান্য পালিয়ে থাকা আসামিদেরও গ্রেফতার করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।