জামালপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে দেড় ঘণ্টা রেল অবরোধ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ অক্টোবর ২০২৫ ০৯:০৪ অপরাহ্ণ   |   ৩২ বার পঠিত
জামালপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে দেড় ঘণ্টা রেল অবরোধ

জামালপুর প্রতিনিধি:-


 

জামালপুরের নরুন্দি রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ও দ্বিতীয় প্ল্যাটফর্ম নির্মাণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।


মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস নরুন্দি স্টেশনে পৌঁছালে বিক্ষোভকারীরা ট্রেনটি থামিয়ে অবস্থান নেন। এতে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

 

মানববন্ধনে বক্তব্য দেন নরুন্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ইউসুফ আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক সুফিয়ান কবির শিপন, সহসভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মসিউর রহমান মাসুম এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. সামনুরী ইমাম প্রমুখ।
 

বক্তারা বলেন, জামালপুর সদর উপজেলার নরুন্দি, বাশচড়া, ঘোড়াধাপ, ইটাইল ও তুলশীরচর ইউনিয়নের লাখো মানুষের জন্য ট্রেনই একমাত্র নির্ভরযোগ্য যোগাযোগ মাধ্যম। কিন্তু নরুন্দি স্টেশনে বেশিরভাগ আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তাছাড়া উন্নত সড়ক যোগাযোগ ও দূরপাল্লার বাস সার্ভিসের অভাবে এই দুর্ভোগ আরও বাড়ছে।
 

তারা দ্রুত নরুন্দি রেলওয়ে স্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা এবং দ্বিতীয় প্ল্যাটফর্ম নির্মাণের দাবি জানান। বক্তারা আরও জানান, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রুটে ৬টি আন্তঃনগর ট্রেন চললেও মাত্র দুটি ট্রেন নরুন্দি স্টেশনে থামে—তাও ‘অসময়ে’। এতে স্থানীয়দের কোনো উপকার হয় না।
আগামী ১৫ নভেম্বরের মধ্যে দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

 

স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী বলেন, “দীর্ঘদিন ধরে আমরা নরুন্দি স্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছি। এটা শুধু আমাদের নয়, লাখো মানুষের প্রাণের দাবি।”
 

নরুন্দি রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. মাহমুদুল হক বলেন, “স্থানীয়রা যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। এতে তিস্তা এক্সপ্রেস প্রায় দেড় ঘণ্টা আটকে ছিল। বিষয়টি আমি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।”