বিনোদন প্রতিবেদক:-
আশুলিয়ার জিরাবোয় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ। রোববার ভোরে একদল ডাকাত তার বাড়িতে প্রবেশ করলে, এই হামলার শিকার হন তিনি। ডাকাতদের গুলিতে আজাদ আহত হন, একই সাথে তার স্ত্রী ও মা গুরুতরভাবে আহত হয়েছেন।
এ বিষয়ে সমকালকে নিশ্চিত করেছেন অভিনেতার ভগ্নিপতি ও নির্মাতা তপু খান। তিনি জানান, ভোরবেলায় কয়েকজন ডাকাত রান্নাঘরের গ্রিল কেটে বাসায় ঢুকে পড়ে। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে রান্নাঘরে চলে আসেন। এ সময় অভিনেতার স্ত্রীকে মাথায় এবং তার মায়ের পায়ে গুরুতর আঘাত করা হয়। ডাকাতরা যখন চলে যাচ্ছিল, তখন আজাদের পায়ে তিনটি গুলি করে পালিয়ে যায় তারা।
বর্তমানে অভিনেতা আজাদ, তার স্ত্রী এবং মা রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতালের কর্তব্যরত নির্মাতা আনিসুর রহমান রাজিব জানিয়েছেন, অভিনেতার চিকিৎসা চলছে এবং তার পায়ে তিনটি গুলি লেগেছে। তবে, তার জ্ঞান ফিরেছে এবং তিনি ভালো আছেন। তার স্ত্রী ও মায়েরও চিকিৎসা চলছে।