চট্টগ্রামে বিভাগীয় সিরিজ দাবা টুর্নামেন্টে ফিদে মাষ্টার সাকলাইন শীর্ষে রয়েছে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৩ অপরাহ্ণ   |   ৫৭ বার পঠিত
চট্টগ্রামে বিভাগীয় সিরিজ দাবা টুর্নামেন্টে ফিদে মাষ্টার সাকলাইন শীর্ষে রয়েছে

ক্রীড়া প্রতিবেদক (বাবলা):-

 

সিজেকেএস-এসিপিবি'র যৌথ আয়োজনে, বাংলাদেশ দাবা ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় “বিভাগীয় সিরিজ আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট-২০২৫ (চট্টগ্রাম বিভাগ) এর ৬ রাউন্ড শেষে পুর্ন ৬ পয়েন্ট ফিদে মাষ্টার সাকলাইন সাজিদ একক ভাবে শীর্ষে রয়েছে।

সাকলাইন ৬ষ্ট রাউন্ডে গোলাম মুস্তফাকে পরাজিত করে একক ভাবে  শীর্ষে উঠেছে ।

সমান খেলায় ৫.৫ পয়েন্ট নিয়ে দিব্য দাশ ও মঞ্জুর আলম ২য় স্থানে আছে.  উভয়ে ৬ষ্ট রাউন্ডে মুখোমুখি হয় এবং খেলাটি ড্র হয়েছে. ৫ পয়েন্ট নিয়ে ৩য় স্থানে আছে আহমেদ ফিরোজ, দেলোয়ার হোসেন, তানভীর আলম ও তুষিন তালুকদার. ৪.৫ পয়েন্ট ৪র্থ স্থানে আছে গোলাম মোস্তফা, আবু মহসিন,সোহেল চৌধুরী, শিয়াম চৌধুরী, নাসির হাসান, আহমেদ মজুমদার, আহবাব সোলাইমান ও সাফায়ত আজান।

 কাল বুধবার  বিকাল ৩টায় শেষ রাউন্ডে খেলা শেষে সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে মাধ্যমে পুরষ্কার বিতরন করা হবে বলে জানিয়েছেন জেলা দাবা কমিটির সম্পাদক ও টুর্নামেন্টের চীফ অরবিটার প্রকৌশলী এস এম তারেক।

টুর্নামেন্টে বিজয়ীদের নগদ অর্থ পুরষ্কার সহ আকর্ষণীয় ট্রফি, মেডেল ও ক্রেষ্ট, সনদপত্র প্রদান করা হবে।

ফিদে অনুমোদিত এই আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টটি ৮ রাউন্ড সুইচলীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। 

৭জন টাইটেল দাবাড়ু সহ সারাদেশের ১১৪জন খেলোয়াড় টুর্নামেন্টে  অংশ গ্রহণ করার তথ্য জানায় ডেপুটি অরবিটার হিসেবে নুরুল আমিন ও তানজিলা তুর নূর ।