|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৫:৪৫ অপরাহ্ণ

তিন বছরের সন্তানের সামনে মাকে কুপিয়ে জখম, ভাইরাল ভিডিওতে ক্ষোভে ফুঁসছে জনতা


তিন বছরের সন্তানের সামনে মাকে কুপিয়ে জখম, ভাইরাল ভিডিওতে ক্ষোভে ফুঁসছে জনতা


রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:-

 

চট্টগ্রামের রাউজানে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক নারীর ওপর নির্মম হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে উপজেলার সুলতানপুর গ্রামের কাজীপাড়ায় প্রকাশ্যেই কিরিচ দিয়ে কুপিয়ে জখম করা হয় তাহেরা আকতার নামের এক নারীকে। তার কলেজপড়ুয়া মেয়ে সানজিদা সাথী ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
 

ভিডিওতে দেখা যায়, কয়েকজন সন্ত্রাসী তাহেরা আকতারের ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। আতঙ্কিত অবস্থায় তার মেয়ে এক হাতে টর্চলাইট ধরে অন্য হাতে মোবাইলে ভিডিও ধারণ করেন। ঘটনাস্থলে উপস্থিত তিন বছরের আরেক শিশু মেয়েটি চিৎকার করে কাঁদতে কাঁদতে দিগ্বিদিক ছুটতে থাকে। এ হৃদয়বিদারক দৃশ্য সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
 

ভিডিওটি শুক্রবার দুপুর ২টা ৩৮ মিনিটে ফেসবুকে পোস্ট করেন সানজিদা। শনিবার দুপুর পর্যন্ত ভিডিওটি দেড় লাখেরও বেশি মানুষ দেখেছেন এবং হাজার হাজার মানুষ ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন।
 

আহত তাহেরা আকতার স্থানীয় বাসিন্দা আবদুল হাকিমের স্ত্রী। হামলার পর প্রথমে তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শ্রাবন্তী চক্রবর্তী জানান, তাহেরার মাথায় ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে।
 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, এ ঘটনায় শুক্রবার রাতে তাহেরার স্বামী আবদুল হাকিম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং আরও সাত থেকে আটজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। রাতেই মূল অভিযুক্ত, স্থানীয় দলিল লেখক গোলাম দস্তগীরকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।
 

পুলিশ প্রাথমিক তদন্তে জানায়, জমি সংক্রান্ত বিরোধ থেকেই এ হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫