স্কুলছাত্রীকে গাছে বেঁধে নির্যাতনে চেয়ারম্যানকে অভিযুক্ত ছাড়াই মামলা দায়ের 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৪৩ অপরাহ্ণ   |   ৭৩ বার পঠিত
স্কুলছাত্রীকে গাছে বেঁধে নির্যাতনে চেয়ারম্যানকে অভিযুক্ত ছাড়াই মামলা দায়ের 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় এক স্কুলছাত্রীকে গাছের সাথে বেঁধে প্রায় ৬ ঘন্টা নির্যাতনের মর্মান্তিক ঘটনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা মোস্তফা মিয়া গত রাতে ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলার ২ নম্বর আসামী মায়া বেগমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করেছে।

 


 

স্থানীয় সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিশামত নাখেন্দা গ্রামের মোস্তফা মিয়ার মেয়ে ৯ম শ্রেণির ছাত্রী মোহনা আক্তারের ছোট বোন আশা মনি (৯) কিছুদিন ধরে অসুস্থ ছিল। মোহনার দাদী তার নাতনীর চিকিৎসার জন্য মোস্তফা মিয়াকে একটি গরু দেন। এ নিয়ে মোহনার দূর সম্পর্কের দাদু আব্দুল কাদের মোস্তফা মিয়াকে চোর অপবাদ দেন এবং চৌকিদার পাঠিয়ে হুমকি দেন।
 

গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মোহনা তার বাবাকে দেয়া চোর অপবাদের প্রতিবাদ করতে গেলে আব্দুল কাদেরের উঠানে তাকে ধরে শারীরিক নির্যাতন করা হয়। এ সময় মোহনাকে প্রায় ৬ ঘন্টা গাছের সাথে রশি দিয়ে বেঁধে রাখা হয়। পরে খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।
 

মোহনার বাবা মোস্তফা মিয়া গত রাতে আব্দুল কাদেরসহ ৫ জনের বিরুদ্ধে রাজারহাট থানায় মামলা দায়ের করেন। মামলার ২ নম্বর আসামী মায়া বেগমকে পুলিশ গ্রেফতার করে এবং বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করে।
 

এ ঘটনায় ভুক্তভোগী মোহনা আক্তার বলেন, “আব্দুল কাদের মঙ্গলবার সকাল ৯টার দিকে আমাকে রশি দিয়ে গাছের সাথে বেঁধে রেখে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করে। এছাড়া আমাকে মারধর করে হাটু, গলা ও পিঠে জখম করে। এতে আমি অসুস্থ হয়ে পড়ি।”
 

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তছলিম উদ্দিন বলেন, “মেয়েটির বাবা মোস্তফা মিয়া গত রাতে বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এরপর রাতেই মামলার ২ নম্বর আসামী মায়া বেগমকে গ্রেফতার করা হয় এবং বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়।”
 

উল্লেখ্য, অভিযুক্ত আব্দুল কাদের স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের নির্দেশে মোহনাকে গাছে বেঁধে রাখার অভিযোগ করলেও মামলার বাদী মোস্তফা মিয়া চেয়ারম্যানকে আসামী করেননি বলে জানা গেছে।