আগামী মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ জানুয়ারি ২০২৪ ০৬:৫৩ অপরাহ্ণ   |   ২৪৮৭ বার পঠিত
আগামী মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে

আগামী মঙ্গলবার (৩০ জানুয়ারি ২০২৪) বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এই অধিবেশন চলাকালে সার্বিক নিরাপত্তায় সতর্ক থাকবে পুলিশ।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, সংসদ অধিবেশনের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সংসদ ভবনসহ আশেপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও, সংসদ সদস্যদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, সংসদ অধিবেশন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তাই এই অধিবেশনের নিরাপত্তায় কোনো ধরনের ত্রুটি করা যাবে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করব সংসদ অধিবেশনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে।

সংসদ অধিবেশনের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সহযোগিতা নেওয়া হবে।