টঙ্গীর মরকুনের বিটিসিএল টিএন্ডটি কলোনি জামে মসজিদের ইমাম মাওলানা মহিবুল্লাহ (৬০) মিয়াজীকে পঞ্চগড় থেকে শিকলে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা তাকে দ্রুত পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করেন। জানা যায়, মাওলানা মহিবুল্লাহ শুক্রবারের খুৎবায় ইসলামের আদর্শগত বয়ান করায় এক বিতর্কিত গ্রুপের হুমকির শিকার হচ্ছিলেন। গত কয়েকদিন ধরে ওই গ্রুপ তার কাছে ধারাবাহিকভাবে ১২টি হুমকি চিঠি পাঠিয়েছিল। পরবর্তীতে ২১ অক্টোবর তিনি নিখোঁজ হন।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে পঞ্চগড়ের হিলির্বোড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ বিষয়ে নিশ্চিত করেছেন আজাদি আন্দোলন বাংলাদেশের আমির আতাউর রহমান বিক্রমপুরী।
তিনি আরও জানান, পঞ্চগড়ের একটি যুব সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হোসেন স্থানীয়দের ফোনে জানিয়েছিলেন যে, ভোরে হিলির্বোড বাজার এলাকায় একটি গাছের সঙ্গে শিকল দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় মাওলানা মহিবুল্লাহকে অচেতন অবস্থায় দেখা গেছে। স্থানীয়রা ‘৯৯৯’ জাতীয় জরুরি সেবায় খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
টঙ্গীর টিএন্ডটি বিটিসিএল কলোনি জামে মসজিদের মুসল্লীরা জানান, মাওলানা মহিবুল্লাহ চলমান সামাজিক অবক্ষয়, পারিবারিক মূল্যবোধ ও উগ্রপন্থি সংগঠনের কার্যক্রম নিয়ে জুমার খুৎবায় বয়ান করার পর থেকে ১২ বার হুমকি চিঠি পেয়েছেন। এরপর ২১ অক্টোবর পুনরায় হুমকির শিকার হন এবং ২২ অক্টোবর নিখোঁজ হন।
নিখোঁজের ঘটনায় মাওলানার ছেলে মোঃ মোহামুদুল্লাহ টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ অহিদুজ্জামান জানান, মাওলানা মহিবুল্লাহকে পঞ্চগড় থেকে উদ্ধার করা হয়েছে এবং তাকে টঙ্গীতে আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে।