নারীর আত্মহত্যা: নড়াইলে শোকাবহ ঘটনা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ সেপ্টেম্বর ২০২৪ ০২:০২ অপরাহ্ণ   |   ৪২৭ বার পঠিত
নারীর আত্মহত্যা: নড়াইলে শোকাবহ ঘটনা

ঢাকা প্রেস
নড়াইল প্রতিনিধি:-


নড়াইলের লোহাগড়া উপজেলার কুন্দশী এলাকায় শিখা রাণী বিশ্বাস (৫০) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে তার নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

 

পুলিশ জানিয়েছে, শিখা রাণী বিশ্বাস দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। এই কষ্ট সহ্য করতে না পেরে তিনি এই পথ বেছে নিয়েছেন। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে তাড়াতাড়ি লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।