ডাফির ফাইফারে বিশাল জয় নিউজিল্যান্ডের

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ ডিসেম্বর ২০২৫ ০২:২৩ অপরাহ্ণ   |   ০ বার পঠিত
ডাফির ফাইফারে বিশাল জয় নিউজিল্যান্ডের

মাউন্ট মঙ্গানুই টেস্ট বাঁচাতে অবিশ্বাস্য পথই পাড়ি দিতে হতো ওয়েস্ট ইন্ডিজকে। নিউজিল্যান্ডের দেওয়া ৪৬৩ রানের জবাবে ক্যারিবিয়ানরা চতুর্থ দিন শেষ করেছিল বিনা উইকেটে ৪৩ রান নিয়ে। কিন্তু শেষ দিনে অলআউট হওয়ার আগে রোস্টন চেজরা যোগ করে মাত্র ৯৭ রান। আর তাতেই ৩২৩ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজ হারে ওয়েস্ট ইন্ডিজ।

 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ব্রান্ডন কিং। ক্যারিবিয় ইনিংসে ধস নামান জ্যাকব ডাফি। ৫ উইকেট শিকার করেন এই পেসার। এজাজ প্যাটেল নেন ৩টি উইকেট।

 

এর আগে ২ উইকেটে ৩০৬ রান নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে কিউইরা। সেঞ্চুরি করেন টম ল্যাথাম (১০১) ও ডেভন কনওয়ে (১০০)। কেন উইলিয়ামসন ৪০ রান ও রাচিন রবীন্দ্র ৪৬ রান নিয়ে অপরাজিত থাকেন।

 

এই জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় নিউজিল্যান্ড। প্রথম টেস্ট ড্র হয়েছিল।