ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগরে গণমিছিল কর্মসূচি শুরু করেছে বিএনপি
প্রকাশকালঃ
০৯ সেপ্টেম্বর ২০২৩ ০৩:৫৪ অপরাহ্ণ ১৯৪ বার পঠিত
এক দফা দাবিতে রাজপথে ১৫ দিন পর আবারও সরব হয়েছে বিএনপি। দাবি আদায়ে একচুল ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে গণমিছিল শুরু করেছে দলটি। পাশাপাশি হামলা-মামলা হলেও সমুচিত জবাব দেওয়ার কথা জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে গণমিছিল কর্মসূচি শুরু করে ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, দাবি আদায়ে একচুলও ছাড় দেবে না তারা। রাজপথে সরব থেকে দাবি আদায় করা হবে। নেতাকর্মীরা বলছেন, সরকার পতনের বিষয়ে পিছু হটার কিছু নেই।
সরকারের পক্ষ থেকে হামলা-মামলা হলে তার সমুচিত জবাব দেওয়া হবে। এর আগে গত ২৫ আগস্ট ঢাকায় কালো পতাকাসহ গণমিছিল করে বিএনপি এবং যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো। ১৫ দিন পর একই দাবিতে আবারও মাঠে নেতাকর্মীরা। তবে কিছুটা পরিবর্তন এসেছে এবারের গণমিছিল কর্মসূচিতে।
চলতি বছরের ১২ জুলাই এক দফা আন্দোলন শুরুর পর ঢাকায় চারটি প্রবেশমুখে অবস্থান, সমাবেশ কর্মসূচির পর গত দেড় মাসে কয়েক দফায় গণমিছিল, পদযাত্রা ও কালো পতাকা মিছিল করেছে বিএনপিসহ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো।