আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের উদ্দেশে বলেছেন, সরকার প্রবাসীদের জন্য মোবাইল ফোন বহনের নিয়ম আরও সহজ করেছে। এখন থেকে প্রবাসীরা নিজ ব্যবহৃত মোবাইলের পাশাপাশি বিদেশ থেকে দুটি নতুন ফোন দেশে আনতে পারবেন।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বলেন, বিদেশ থেকে একটির বেশি মোবাইল আনলে ট্যাক্স দিতে হবে—এমন কোনো নতুন নিয়ম সরকার করেনি। বরং আগের তুলনায় সুবিধা বাড়ানো হয়েছে। তিনি জানান, শেখ হাসিনার আমলে প্রবাসীরা নিজ ব্যবহৃত ফোনের সঙ্গে একটি নতুন ফোন আনতে পারতেন। বর্তমানে সরকার সেই সুযোগ বাড়িয়ে দুইটি নতুন সেট আনার অনুমতি দিয়েছে। দুটি ফোনের বেশি আনলে কেবল অতিরিক্ত সেটের জন্য ট্যাক্স দিতে হবে। এনবিআর ব্যাগেজ রুল সংশোধন করে এই সুবিধা দেওয়া হচ্ছে। তবে এই সুবিধা শুধুমাত্র বিএমইটি অনুমতিপত্র নিয়ে বিদেশে যাওয়া প্রবাসীদের জন্য প্রযোজ্য; অন্যদের ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকবে।
ফোন রেজিস্ট্রেশন প্রসঙ্গে ড. আসিফ নজরুল বলেন, প্রবাসীদের জন্য বিশেষ কোনো নতুন আইন করা হয়নি। ১৬ ডিসেম্বর থেকে দেশে যে কেউ নতুন মোবাইল ব্যবহার শুরু করলে ৬০ দিনের মধ্যে সেটি রেজিস্ট্রেশন করতে হবে—এ নিয়ম সব নাগরিকের জন্যই প্রযোজ্য। অবৈধ মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণ ও অপহরণ, হুমকি, চাঁদাবাজি ও অনলাইন জুয়াসহ নানা অপরাধ প্রতিরোধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কাউকে হয়রানি নয়, বরং নিরাপত্তার স্বার্থেই এ উদ্যোগ—বলেছেন তিনি।
গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, প্রবাসীরা দেশে মাত্র ৬০ দিন থাকতে পারবেন—এ তথ্য সম্পূর্ণ মিথ্যা। মিথ্যে তথ্য ছড়ানো ও গিবত করা ইসলামে বড় পাপ উল্লেখ করে তিনি এসব গুজব প্রতিরোধে সবার প্রতি আহ্বান জানান।
সূত্র: বাসস!