লক্ষ্মীপুরে রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ অক্টোবর ২০২৪ ০৩:৩২ অপরাহ্ণ   |   ৬৭৭ বার পঠিত
লক্ষ্মীপুরে রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

ঢাকা প্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি:-


লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা রাষ্ট্রপতির পদত্যাগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবিতে তীব্র বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের ঝুমুর এলাকা থেকে এই মিছিল বের হয়।

 

মিছিলে বক্তব্য রাখতে গিয়ে আন্দোলনের জেলা সমন্বয়ক সাইফুল ইসলাম মুরাদসহ অন্যান্য নেতারা অভিযোগ করেন, আবু সাঈদসহ অনেক আন্দোলনকারীকে ছাত্রলীগ হত্যা করেছে। তারা দাবি করেন, ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশে আর স্থান দেওয়া উচিত নয়।
 

বক্তারা আরও বলেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগের ফ্যাসিবাদের একজন দোসর। তিনি নিজের রাজনৈতিক স্বার্থে বিভিন্ন উদ্দেশ্যমূলক কথা বলছেন। তাই তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।