কুষ্টিয়া পাউবোতে টেন্ডারবাজি ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশকালঃ ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৪:২৮ অপরাহ্ণ ৫১৯ বার পঠিত
কুষ্টিয়া পাউবোতে টেন্ডারবাজি ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

ঢাকা প্রেস
কুষ্টিয়া প্রতিনিধি:-


কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) চলমান টেন্ডারবাজি ও অর্থ লোপাটের বিরুদ্ধে সচেতন নাগরিক সমাজের একাংশ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) কুষ্টিয়া শহরের থানা মোড়ে মানববন্ধন করেছে।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারি এই প্রকল্পে বিপুল অর্থ লোপাট হচ্ছে। বিশেষ করে, মিরপুর ও ভেড়ামারা উপজেলার ভাঙন রোধে পদ্মা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পে ১ হাজার ৪৭২ কোটি টাকার টেন্ডারে ব্যাপক অনিয়ম হয়েছে। তারা দাবি করেন, টেন্ডার সিন্ডিকেট এই প্রকল্প থেকে অর্থ লুট করেছে।
 

বক্তারা আরও বলেন, যদি দ্রুত এই টেন্ডার বাতিল না করা হয়, তাহলে তারা আরও কঠোর আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায় করবে।