ঢাকা প্রেস
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে গরু চুরি করে পালানোর সময়, পাশ্ববর্তী উপজেলার উলিপুর বাজার এলাকায় চোর সন্দেহে গরুসহ তিনজনকে আটক করেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে গরুসহ ঐ ৩জনকে উদ্ধার করে থানায় হেফাজতে নিয়ে আসেন।
জানা গেছে, উপজেলার রমনা ইউনিয়নের পাত্রখাতা এলাকার শহিদুর রহমানের ছেলে শাহ জামাল মিয়া, প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার (২০ নভেম্বর) ভোরে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে যান। সেখানে গিয়ে দেখতে পান তার সাতটি গরুর মধ্যে লাল রঙের একটি গরু নেই। পরে স্থানীয়ভাবে খোঁজ করার পরে গরুটি না পেয়ে, চিলমারী মডেল থানায় গরু হারানোর একটি অভিযোগ দায়ের করেন। চিলমারী থানা অফিসার ইনচার্জ গরু চুরির অভিযোগের বিষয়ে, কুড়িগ্রাম জেলার সবকটি থানায় বেতার বার্তা পাঠান। এবং ফিরতি বার্তায় উলিপুর উপজেলায় বুধবার স্থানীয়দের হাতে চোর সন্দেহে গরুসহ তিন জনকে আটকের বিষয়ে জানা যায়। পরে তাদের চিলমারী মডেল থানায় এনে জেল হাজতে প্রেরন করা হয়েছে। গ্রেপ্তার তিন আসামী হলেন-ওহিদুল ইসলাম, রাসেল মিয়া ও আমিনুল ইসলাম। তারা সবাই চিলমারী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব সজীব বিষয়টি নিশ্চিত করে জানান, গরু চুরির মামলায় গরুসহ তিনজনকে আটক করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি।