বার্ন ইনস্টিটিউটের ছাদ থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ মার্চ ২০২৫ ০১:২৩ অপরাহ্ণ   |   ১১৩ বার পঠিত
বার্ন ইনস্টিটিউটের ছাদ থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

ঢাকা প্রেস নিউজ

 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার ভোর সোয়া ৫টার দিকে।
 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, নিহত রোগীর নাম পলাশ বিশ্বাস। তিনি গত ৬ মার্চ শ্বাসনালি দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হন এবং আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ১৭ মার্চ তাঁকে ষষ্ঠ তলায় এইচডিইউতে স্থানান্তর করা হয়।
 

ভোরের দিকে তিনি একাই জরুরি বাহির দরজা দিয়ে বের হয়ে লিফটে ১৬ তলার ছাদে যান এবং সেখান থেকে লাফিয়ে নিচে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
 

ডা. শাওন আরও জানান, পলাশ বিশ্বাস গাজীপুরের টঙ্গী এলাকায় একটি ওয়াশিং প্লান্টে কাজ করতেন। কর্মস্থলে দুর্ঘটনার কারণে তাঁর শ্বাসনালি দগ্ধ হয়, এরপর তাঁকে ঢাকায় এনে ভর্তি করা হয়। ১১ দিন আইসিইউতে থাকার পর তাঁর মধ্যে মানসিক অস্থিরতা দেখা দেয়, এবং তিনি অসংলগ্ন কথা বলতে শুরু করেন। বুধবার তাঁর মানসিক বিশেষজ্ঞ দেখানোর কথা ছিল।
 

পলাশের ছোট ভাই অলোক বিশ্বাস জানান, তাঁদের বাড়ি মাগুরার মোহাম্মদপুর উপজেলার শিবপুর গ্রামে। তাঁদের বাবা জয়ন্ত কুমার বিশ্বাস। বর্তমানে পলাশ গাজীপুরের টঙ্গীতে বসবাস করতেন এবং ওয়াশিং প্লান্টে কাজ করতেন। ৬ মার্চ অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁর শ্বাসনালি পুড়ে যায় এবং তিনি হাসপাতালে ভর্তি হন।
 

মঙ্গলবার রাত আড়াইটার দিকে অলোক তাঁর ভাইকে বেডে দেখে বাইরে যান। পরে ভোরে নার্সরা জানান, পলাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিনি চাঁনখারপুল-সংলগ্ন হাসপাতাল ভবনের কম্পাউন্ডের ভেতরে পড়ে আছেন। সেখানে গিয়ে অলোক তাঁর ভাইয়ের মৃতদেহ দেখতে পান।
 

শাহবাগ থানার এসআই আসাদুল ইসলাম জানান, ১৬ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে পলাশের মৃত্যু হয়েছে। তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।
 

এদিকে, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।