সোহরাওয়ার্দী-নয়াপল্টন পাচ্ছে নয় বিএনপি, গোলাপবাগে সমাবেশের পরামর্শ পুলিশের

প্রকাশকালঃ ২৬ জুলাই ২০২৩ ০৫:২৪ অপরাহ্ণ ২০৩ বার পঠিত
সোহরাওয়ার্দী-নয়াপল্টন পাচ্ছে নয় বিএনপি, গোলাপবাগে সমাবেশের পরামর্শ পুলিশের

রকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে বিএনপির। তবে দলটিকে রাজধানীর গোলাপবাগ মাঠে মহাসমাবেশ আয়োজনের পরামর্শ দিয়েছে পুলিশ।

আজ বুধবার (২৬ জুলাই) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার যেহেতু কর্মদিবস, সে কারণেই নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ না করে গোলাপবাগ মাঠে বিএনপিকে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে।


তিনি বলেন, তবে বিএনপিকে এখনো কোথাও অনুমতি দেওয়া হয়নি। সোহরাওয়ার্দী উদ্যানের ব্যাপারে হাইকোর্টের একটা অবজারভেশন আছে। আমরা তাদের গোলাপবাগ মাঠ দেখতে বলেছি।


গত সোমবার মহাসমাবেশের জন্য জায়গা চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে চিঠি দেয় বিএনপি। চিঠিতে তারা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা বলেছে।

২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশ করবে দলটি। সেই ২৭ তারিখেই ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকেও দেওয়া হয়েছে পাল্টা কর্মসূচি। যদিও তারা এটাকে পাল্টা সমাবেশ নয়, বরং শান্তি সমাবেশ বলে ঘোষণা দিয়েছেন। এ ছাড়া কর্মসূচি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশও।