চাঁদে যাচ্ছে প্রথম ব্যক্তিগত মহাকাশযান 

প্রকাশকালঃ ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৪:০৮ অপরাহ্ণ ১৪৯ বার পঠিত
চাঁদে যাচ্ছে প্রথম ব্যক্তিগত মহাকাশযান 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভারাল থেকে চাঁদের উদ্দেশ্যে যাত্রা করেছে একটি ব্যক্তিমালিকানাধীন মহাকাশযান। ওডিসিয়াস নামের এই মহাকাশযানের মালিক ইনটিউটিভ মেশিনস্‌। খবর বিবিসি।
এর আগে যত মহাকাশযান চাঁদে অবতরন করছে সেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নাসার অধীনে ছিল। এই যানটি সফলভাবে চাঁদে অবতরণ করতে পারলে চাঁদে গমনকারী প্রথম ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের স্বীকৃতি পাবে ইনটিউটিভ মেশিনস্‌।
বিজ্ঞানী আশা করছেন চাঁদের দক্ষিণ মেরুতে পানির অস্তিত্ব থাকতে পারে। তাই, রোবটচালিত এই যানটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের চেষ্টা করবে। 

 

স্থানীয় সময় ১টা ৫ মিনিটে এই যানটি ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স প্রস্তুতকৃত ফ্যালকন ৯ রকেটে যাত্রা শুরু করে।

 

সবকিছু ঠিকঠাক থাকলে ২২ ফেব্রুয়ারি এই যানটি চাঁদে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।