মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ জুন ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ   |   ৫৪ বার পঠিত
মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মোহাম্মদ হাবিবুর রহমান:-

 

পারিবারিক বিরোধের জের ধরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের জাড্ডা বাজারে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

 

এতে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য সহিদুল ইসলাম, ব্যবসায়ী বাবুল মিয়া, প্রবাস ফেরত ইব্রাহিম খলিল, ওয়াহিদ মিয়া, ইকবাল হোসেন, আবদুর রাজ্জাক, মনিরুল হক, আবু হানিফ, সমাজ সেবক হাজী আবুল কাশেম, আবদুস সাত্তার, মোছলেম মিয়া, পারভীন আক্তার,  রৌশনারা বেগম ও পপি আক্তার প্রমুখ। বক্তারা হয়রানিমূলক কর্মকান্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

 

বক্তারা অভিযোগ করে বলেন, রাকিবা আক্তার (২৩) বাদী হয়ে গত ২৪ জুন কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ জাড্ডা গ্রামের দিদার মিয়ার ছেলে ফাহিম মিয়ার (২২) বিরুদ্ধে একটি মামলা করেন। মামলাটি জেলা গোয়েন্দা পুলিশকে তদন্তভার দেওয়া হয়। এছাড়াও থানায় একাধিক অভিযোগ দিয়ে কয়েকজনকে হয়রানি করেছে বলে জানা গেছে।

 

স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে একটি মহলের ইন্ধনে নিরীহ মানুষের বিরুদ্ধে থানায় ও আদালতে অভিযোগ দিয়ে অহেতুক হয়রানি করছে। বক্তারা মিথ্যা মামলার শিকার ব্যক্তিদের প্রতি সংহতি জানিয়ে অবিলম্বে এই হয়রানি বন্ধের দাবি জানায়। 

 

তারা আরো বলেন, এ ধরনের মিথ্যা মামলা একদিকে যেমন বিচার ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করে, তেমনি সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তোলে। একই সাথে বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

 

এ বিষয়ে মামলার বাদী রাকিবা আক্তারের বোন শেফালী বেগম জানায়, দিদার মিয়ার ছেলে ফাহিম মিয়া আমার বোনকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। আমরা এ ঘটনার বিচার চাই।