ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-
সচেতন নাগরিক সমাজ (সনাক) গাইবান্ধাসহযোগিতা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে "মাদকাসক্তি প্রতিরোধে যুব সমাজের ভাবনা করনীয় শীর্ষক" মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ ডিসেম্বর সোমবার এসকেএস ইন হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ নেয়াজ।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম হোসেন।
বিশিষ্ট শিক্ষাবিদ ও সনাক গাইবান্ধা এর সদস্য অধ্যাপক মাজহারুল মান্নান,অধ্যাপক জহুরুল কাইয়ুম,সনাক গাইবান্ধার সভাপতি আফরোজা বেগম লুপুছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কৃন্দ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন প্রতিকার ও করনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।