এমবাপ্পে কি রিয়াল মাদ্রিদে যাচ্ছেন

প্রকাশকালঃ ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১১:২৫ পূর্বাহ্ণ ১৬৬ বার পঠিত
এমবাপ্পে কি রিয়াল মাদ্রিদে যাচ্ছেন

আগামী জুনে পিএসজির সাথে এমবাপ্পের চুক্তি শেষ হবে। এরপর তিনি রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন বলে গুঞ্জন রয়েছে। স্প্যানিশ গণমাধ্যম জানাচ্ছে, এমবাপ্পে রিয়াল মাদ্রিদের সাথে ৫ বছরের বেশি সময়ের চুক্তি করতে পারেন।

এল চিরিংগুইতো টিভি অনুসারে, এমবাপ্পে ও রিয়ালের মধ্যে চুক্তির মেয়াদ কমপক্ষে ৫ থেকে ৬ বছর হতে পারে।

 

২০২২ সালে পিএসজির সাথে বিশাল অংকের চুক্তি করার আগে এমবাপ্পের বাজারমূল্য ছিল প্রায় ১৬০ মিলিয়ন ইউরো। ২০২১ সালে রিয়াল মাদ্রিদ তাকে কেনার জন্য প্রায় ২০০ মিলিয়ন ইউরো অফার করেছিল বলে জানা যায়। পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি এমবাপ্পেকে ধরে রাখতে অনড় ছিলেন, যার ফলে সেই সময় দলবদলটি ঘটেনি।

 

২০২২ সালের মে মাসে এমবাপ্পে পিএসজির সাথে নতুন চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী তার ২০২৪ সাল পর্যন্ত ফরাসি ক্লাবটিতে থাকার কথা। কিন্তু পরবর্তী ঘটনাপ্রবাহে এমবাপ্পে ও পিএসজির সম্পর্ক খারাপ হয়ে যায়। ২০২৩ সালের শুরুতে আবারও তার দলবদলের গুঞ্জন শুরু হয়।