নিবন্ধন ছাড়াই শিশুরা পাবে টাইফয়েড টিকা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ অক্টোবর ২০২৫ ০২:৩৯ অপরাহ্ণ   |   ৫০ বার পঠিত
নিবন্ধন ছাড়াই শিশুরা পাবে টাইফয়েড টিকা

সারাদেশে ১২ অক্টোবর থেকে টাইফয়েডের টিকাদান কার্যক্রম শুরু হবে। এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে টিকা দেওয়া হবে। এর মধ্যে দুই কোটি শিশুর জন্য ইতিমধ্যেই নিবন্ধন সম্পন্ন হয়েছে। তবে নিবন্ধন করা না থাকলেও যে কোনো শিশু টিকা গ্রহণ করতে পারবে।
 

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম মঙ্গলবার এই তথ্য জানান। তিনি বলেন, “টাইফয়েডে কোনো শিশুর মৃত্যু গ্রহণযোগ্য নয়। আমরা ডায়রিয়া, রাতকানাসহ অনেক রোগ নিয়ন্ত্রণে এনেছি। কিন্তু টাইফয়েডে এখনও শিশু মারা যাচ্ছে বা অঙ্গহানি হচ্ছে। এটি একেবারেই কাম্য নয়।”
 

তিনি এই মন্তব্য করেন রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’-এর জাতীয় অ্যাডভোকেসি সভায়।
 

নূরজাহান বেগম বলেন, “দেরিতে হলেও আমরা টাইফয়েডের টিকাদান কার্যক্রম শুরু করেছি। আমাদের লক্ষ্য শতভাগ শিশুকে এই টিকার আওতায় আনা। আমার নিজস্ব পরিবারে নাতি-নাতনি আছে, গৃহকর্মীরও শিশুসন্তান আছে, তবুও কেউ টিকার কথা জানে না। এটি নির্দেশ করে আমরা এখনও সব ঘরে পৌঁছাতে পারিনি। জন্মসনদ থাকুক বা না থাকুক, কোনো শিশুকেই বাদ দেওয়া যাবে না। যদি তা সম্ভব হয়, তা আমাদের বড় অর্জন হবে। ইপিআই কর্মসূচির সফলতা আমাদের পথ দেখায়; আশা করি, টাইফয়েড টিকাদানেও আমরা সফল হবো।”
 

সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, “স্বাস্থ্য খাতে আমাদের সফল উদ্যোগ হলো টিকাদান কর্মসূচি। টাইফয়েডের টিকাদানও নিয়মিত ইপিআইতে যুক্ত করা হবে।”