কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭০তম সভা অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ নভেম্বর ২০২৫ ০৮:১৫ অপরাহ্ণ   |   ৩৪ বার পঠিত
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭০তম সভা অনুষ্ঠিত

আরিফুজ্জামান (সাগর):-

 

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদের ৭০তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর ২০২৫) বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান জনাব বাহারুল আলম বিপিএম।
 

সভায় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি একাধিক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করা হয়।
 

সভায় উপস্থিত ছিলেন—
জনাব এ কে এম শহিদুর রহমান, বিপিএম, পিপিএম, এনডিসি, মহাপরিচালক, র‌্যাব;
জনাব মো. গোলাম রসুল, অতিরিক্ত আইজি, স্পেশাল ব্রাঞ্চ;
জনাব এ. কে. এম. আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (প্রশাসন);
জনাব মো. আকরাম হোসেন, বিপিএম (সেবা), অতিরিক্ত আইজি (অর্থ);
জনাব আবু নাছের মোহাম্মদ খালেদ, বিপিএম, অতিরিক্ত আইজি (এইচআরএম);
জনাব মো. ছিবগাত উল্লাহ, বিপিএম (সেবা), পিপিএম, অতিরিক্ত আইজি (সিআইডি);
জনাব সরদার নূরুল আমিন, বিপিএম (সেবা), অতিরিক্ত আইজি (উন্নয়ন) এবং
জনাব কাজী মো. ফজলুল করিম, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

 

সভায় উপস্থিত সদস্যরা ব্যাংকের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে করণীয় নির্ধারণ করেন।