এন্ড্রিকের অতিরিক্ত সময়ের গোলে জয় নিয়ে মাঠ ছাড়লো ব্রাজিল

প্রকাশকালঃ ০৯ জুন ২০২৪ ১১:৫৬ পূর্বাহ্ণ ৫৮৪ বার পঠিত
এন্ড্রিকের অতিরিক্ত সময়ের গোলে জয় নিয়ে মাঠ ছাড়লো ব্রাজিল

রোববার (৯ জুন) যুক্তরাষ্ট্রের টেক্সাসের কাইল ফিল্ডে ফিফার প্রীতি ম্যাচে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়েছে ব্রাজিল। ব্রাজিলের পক্ষে আন্দ্রেস পেরেইরা, মার্তিনেল্লি ও এনড্রিকে গোল করেন। মেক্সিকোর পক্ষে জুলিয়ান কুইনোস ও গুলেরোমো মার্টিনেজ গোল দুটি করেন।
তরুণ ফুটবলারদের ঝালিয়ে নিমে টেক্সাসে হওয়া ম্যাচটিতে বেঞ্চের খেলোয়াড় নিয়ে একাদশ সাজান ব্রাজিল কোচ ডরিভাল জুনিয়র। রদ্রিগো-ভিনিসিয়ুসরা ছিলেন না শুরুর একাদশে। তবে ম্যাচের শুরুতেই স্যাভিওর অ্যাসিস্ট থেকে দারুণ এক গোল করে দলকে এগিয়ে নেন অ্যাটাকিং মিডফিল্ডার আন্দ্রেস পেরেইরা। ম্যাচের ৫ মিনিটে গোল করেন তিনি। এই এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় ব্রাজিল।
বিরতি থেকে ফিরেই সেলেসাওদের ২-০ গোলের লিড এনে দেন আর্সেনালের উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ৫৪ মিনিটে তার করা গোলটির কারিগর জিরোনার তরুণ রাইট ব্যাক ইয়ান কৌতা। দল সুবিধাজনক অবস্থানে থাকায় এরপর একাধিক বদলি নামান কোচ ডরিভাল। লুকাস পাকুয়েতা, এনড্রিকে ও পেপেকে মাঠে নামান তিনি। এরপর ব্রাজিল দুই গোল খেয়ে বসে। 
ম্যাচের ৭৩ মিনিটে প্রথম গোল করে মেক্সিকো। পরপরই ব্রুনো গিমারেজ ও ভিনিসিয়ুসকে মাঠে নামান ব্রাজিলের নতুন কোচ। তারপরও যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দ্বিতীয় গোল করে মেক্সিকো। বল জালে পাঠান মার্টিনেজ আয়ালা। হার এড়ানোর উদযাপন করে ফেলেন তারা। 
কিন্তু যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে অসাধারণ এক হেডে গোল করে  ব্রাজিলকে জেতালেন এনড্রিকে। ভিনিসিয়ুস জুনিয়রের বাঁ-প্রান্ত থেকে লম্বা করে বাড়ানো ক্রসে মাথা ছুঁইয়ে জালে পাঠিয়ে দেন এনড্রিক। জার্সি খুলে এবং তা উচিয়ে ধরে বুনো উদযাপনও করেন এই ১৮ বছরের তরুণ।