সালমান খানের জেলজীবনের স্মৃতি ও ভাইপোকে পরামর্শ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৩৬ অপরাহ্ণ   |   ৭৯ বার পঠিত
সালমান খানের জেলজীবনের স্মৃতি ও ভাইপোকে পরামর্শ

বিনোদন ডেস্ক:-

 

বলিউড সুপারস্টার সালমান খান, যিনি কোটি কোটি টাকার মালিক এবং বিশ্বজুড়ে পরিচিত, একসময় জেলে কাটিয়েছেন সাধারণ কয়েদি হিসেবে। সম্প্রতি, সালমান তার জেলজীবনের অভিজ্ঞতা শেয়ার করেছেন ভাইপো আরহান খানের পডকাস্ট "ডাম্ব বিরিয়ানি"-তে। এটি ছিল সালমান খানের প্রথম পডকাস্ট সেশন।
 

সালমান ভাইপোকে পরামর্শ দেন, "কোনো কাজের ক্ষেত্রে কখনো অজুহাত দেওয়া উচিত নয়। কখনোই বলো না যে ঘুমের প্রয়োজন।" তিনি বলেন, নিজে দিনে মাত্র দুটি ঘণ্টা ঘুমান, এবং কাজের ফাঁকে আবার কিছুটা বিশ্রাম নেন।
 

তিনি আরও বলেন, "জেলজীবনেও একই অভিজ্ঞতা ছিল। ক্লান্ত হলেও উঠতে হতো, ঘুমাতে না পারলেও সেই পরিশ্রমে রাতে ঘুম চলে আসতো। আমি একদিনে শুধু ২ ঘণ্টা ঘুমাতাম, এবং মাসে একদিন ৭ ঘণ্টা ঘুমাতাম। মাঝেমাঝে শুটিংয়ের ফাঁকে পাঁচ-সাত মিনিট বিরতি পেলেই চেয়ারে বসে ঘুমিয়ে নিতাম।"
 

এছাড়া, সালমান পরিবারের প্রতি ভালোবাসা ও দায়িত্বের কথা উল্লেখ করে বলেন, "পরিবার ও বন্ধুদের পাশে সবসময় দাঁড়াতে হবে, এবং কাজের ক্ষেত্রে কখনো হাল ছাড়ো না।"
 

১৯৯৮ সালে "হাম সাথ সাথ হ্যায়" ছবির শুটিংয়ের সময়, কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগে সালমান কয়েকদিন জেলে ছিলেন। পরে ২০০৬ সালে ৫ বছরের কারাদণ্ড পাওয়া এবং ২০১৮ সালে তার দোষী সাব্যস্ত হওয়ার পরও তিনি বার বার আদালতের বাধ্যতায় সংশোধনাগারে ছিলেন। তবে সব বাধা কাটিয়ে তিনি মুক্তি পান এবং এখন তার বিরুদ্ধে চলমান মামলার বিচারাধীন।
 

এছাড়াও, সালমান খান বর্তমানে "সিকান্দার" সিনেমায় অভিনয় করছেন, যেখানে তার সহ-অভিনেত্রী রশমিকা মান্দানা। ঈদে মুক্তির আশা রয়েছে এই ছবির, এবং "কিক টু"-তে তার আরো এক অভিজ্ঞান শিগগিরই দেখতে পাবেন ভক্তরা।

সূত্র: হিন্দুস্থান টাইমস