মোস্তাফিজের তিন উইকেটে আফগানরা বিপাকে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৬ নভেম্বর ২০২৪ ০৫:৪৫ অপরাহ্ণ   |   ৩৮০ বার পঠিত
মোস্তাফিজের তিন উইকেটে আফগানরা বিপাকে

ঢাকা প্রেস,ক্রীড়া প্রতিবেদক:-
 

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে আফগান ব্যাটিং লাইন আপে বড় ধাক্কা লেগেছে। ম্যাচের শুরুতেই তিনি তিনটি উইকেট নিয়ে আফগানদেরকে বিপাকে ফেলে দেন।
 

টস হেরে ব্যাটিংয়ে নামা আফগানিস্তানের শুরুটা ভালো যায়নি। পাওয়ারপ্লেতেই মোস্তাফিজের সুইং এবং কাটারের সামনে আফগান ব্যাটসম্যানরা কোনো জবাব দিতে পারেননি। মোস্তাফিজ প্রথমে রহমানুল্লাহ গুরবাজ এবং রহমত শাহকে আউট করে আফগান ইনিংসে গতি আনে। এরপর পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই সাদিকুল্লাহ এবং আজমতুল্লাহ ওমরজাইকে ফিরিয়ে আফগানদেরকে আরও বিপাকে ফেলে দেন।

 

ম্যাচের এই পর্যায়ে আফগানিস্তান ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে। গুলবাদিন নাইব এবং হাশমতুল্লাহ শাহিদী এখন ক্রিজে রয়েছেন। তাদের উপর দায়িত্ব রয়েছে দলকে এই বিপদের থেকে উদ্ধার করার।