চান্দিনায় মাদক সম্রাজ্ঞী রুমাসহ ৪ জন আটক করেছে যৌথ বাহিনী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৭ অপরাহ্ণ   |   ৮০ বার পঠিত
চান্দিনায় মাদক সম্রাজ্ঞী রুমাসহ ৪ জন আটক করেছে যৌথ বাহিনী

মো: কউছার সরকার,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-

 

 

কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানেই মাদক সম্রাজ্ঞী মোছাঃ রুমা সহ চার মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটক ব্যক্তিদের নাম হলো: মোছাঃ রুমা, রিদয় মিয়া, মোঃ জাহাঙ্গীর ও মোঃ শহিদুল।

 

জানানো হয়েছে, ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে চান্দিনা ক্যাম্পের মনিটরিং সেলের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হরিখোলা এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ীর অবস্থান নিশ্চিত হয়। এরপর আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। তল্লাশী অভিযানে উদ্ধার হয় ২৯ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা, ২৫,৩২০ টাকা এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ।

 

গ্রেফতারকৃত মাদকদ্রব্য ও মাদক ব্যবসায়ীদেরকে পরে চান্দিনা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

উল্লেখ্য, ২০ জুলাই ২০২৪ থেকে বাংলাদেশ সেনাবাহিনী “ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় কুমিল্লা জেলায় মোতায়েন রয়েছে। সেনাবাহিনী সমাজে অপরাধ দমন, মাদক, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রম রোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। ০৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে যৌথ বাহিনী নেতৃত্বে সকল অনৈতিক কার্যক্রম বন্ধের অভিযান জোরদার করা হয়েছে।