মিয়ানমার থেকে ৮৫ বাংলাদেশি দেশে ফিরলেন, ১২৩ বিজিপি-সেনা সদস্য সেদেশে ফিরে যাচ্ছেন

প্রকাশকালঃ ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১২:৪৩ অপরাহ্ণ ১৪২৬ বার পঠিত
মিয়ানমার থেকে ৮৫ বাংলাদেশি দেশে ফিরলেন, ১২৩ বিজিপি-সেনা সদস্য সেদেশে ফিরে যাচ্ছেন

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-


 

কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে রোববার (২৯ সেপ্টেম্বর) এক অন্যরকম দৃশ্যের সাক্ষী হওয়া গেছে। মিয়ানমারের বিভিন্ন কারাগারে বন্দি থাকা ৮৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। অন্যদিকে, রাখাইন রাজ্যের অস্থিরতার কারণে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২৩ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) এবং সেনা সদস্যকে সেদেশে ফেরত পাঠানো হচ্ছে।

 

বিআইডব্লিউটিএ ঘাটে উভয় দেশের নাগরিকদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মিয়ানমারে কারাবন্দি থাকা বাংলাদেশিরা কারাভোগ শেষে দেশে ফিরছেন। অন্যদিকে, মিয়ানমারের বিজিপি এবং সেনা সদস্যরা তাদের দেশে ফিরে যাচ্ছেন। এর মধ্যে আটজন সেনা সদস্য এবং ১১৫ জন বিজিপি সদস্য রয়েছে।

 

জেলা প্রশাসক জানান, এই প্রক্রিয়াটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এবং আন্তঃবিভাগীয় সমন্বয়ে করা হচ্ছে। জেলা প্রশাসন, বিজিবি, কোস্ট গার্ড এবং মিয়ানমার কর্তৃপক্ষ এই প্রক্রিয়ায় সহযোগিতা করছে। এর আগেও একাধিকবার এই ধরনের আদান-প্রদান হয়েছে।

 

সূত্র জানায়, ফেরত আসা ৮৫ জন বাংলাদেশির মধ্যে অনেকেই মিয়ানমারের বিভিন্ন কারাগারে বন্দি ছিলেন। তারা অবৈধভাবে নৌপথে বিদেশ যাওয়ার চেষ্টা করার সময় আটক হয়েছিলেন। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে অধিকাংশই কক্সবাজারের বাসিন্দা।

 

এর আগেও একাধিকবার মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে নাগরিকদের আদান-প্রদান হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি, ২৫ এপ্রিল এবং ৮ জুনেও একই ধরনের ঘটনা ঘটেছিল।