নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে অগ্নিকাণ্ড, শিশুসহ আটজন দগ্ধ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ মার্চ ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ণ   |   ৯৮ বার পঠিত
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে অগ্নিকাণ্ড, শিশুসহ আটজন দগ্ধ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:-

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাসের পাইপ লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ অন্তত আটজন দগ্ধ হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে গত রোববার রাত সাড়ে ৩টার দিকে, উপজেলার গোদনাইল পশ্চিম ধনকুন্ডা (শান্তিবাগ) এলাকায় ইব্রাহিম খলিলের টিনশেড বাড়িতে।
 

দগ্ধদের পরিচয় ও চিকিৎসা দগ্ধদের মধ্যে রয়েছেন মো. সাব্বির (১৬), মো. হান্নান (৪০), লাকি খাতুন (৩০), মোছা. সামিয়া (৯), জান্নাত আলা (৩), রূপালী খাতুন (২০), সুমাইয়া আক্তার (১ বছর ৬ মাস) ও মো. সোহাগ (২৩)। বর্তমানে তারা সবাই ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
 

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, বেশিরভাগ দগ্ধের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধদের মধ্যে সাব্বিরের শরীরের ২৭ শতাংশ, হান্নানের ৪৫ শতাংশ, লাকির ২২ শতাংশ, সামিয়ার ৭ শতাংশ, জান্নাতের ৩ শতাংশ, রূপালীর ৩৪ শতাংশ, সুমাইয়ার ৪৪ শতাংশ এবং সোহাগের ৪০ শতাংশ পুড়ে গেছে।
 

অবৈধ গ্যাস সংযোগ ও মামলার বিষয় এই ঘটনায় তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন লিমিটেড কোম্পানির নারায়ণগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মোহাম্মাদ ইমরান মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানায় বাড়ির মালিক মো. ইব্রাহিম খলিলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তবে ঘটনার পর থেকেই ইব্রাহিম পলাতক।
 

স্থানীয় বাসিন্দা শাহিদা, আলেয়া ও আব্দুর রহিম জানিয়েছেন, বাড়ির মালিক ইব্রাহিম খলিলের অবহেলার কারণেই বিস্ফোরণটি ঘটে। এর আগেও ওই বাড়ির দুটি কক্ষে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, কিন্তু বাড়ির মালিক বিষয়টি গুরুত্ব দেননি।
 

গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও তদন্ত দুর্ঘটনার পর গতকাল তিতাস গ্যাসের কর্মকর্তারা ওই বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন। জানা গেছে, পাঁচ বছরেরও বেশি সময় ধরে বাড়িটিতে অবৈধ গ্যাস সংযোগ ছিল।
 

তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মোহাম্মাদ ইমরান জানিয়েছেন, ‘আমাদের কোনো কর্মকর্তা-কর্মচারী যদি অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িত থাকে, তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
 

এদিকে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম বলেন, ‘তিতাস গ্যাসের ব্যবস্থাপক অভিযোগ করেছেন যে, ওই বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ ছিল। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং অভিযোগটি মামলার আওতায় আনা হবে।’