দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু

প্রকাশকালঃ ০৭ জানুয়ারি ২০২৪ ০৮:১৪ পূর্বাহ্ণ ১৪৬ বার পঠিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আজ রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

এ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নওগাঁ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে এ আসনে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

নির্বাচিত হবেন ৩০০ জন সংসদ সদস্য। তারা আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশের সরকার গঠন করবেন।

নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি (বিএনপি-বিএফ), গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন দল ও জোট অংশগ্রহণ করছে।

ভোট গ্রহণের প্রথম ঘণ্টায় ভোটার উপস্থিতি ছিল মোটামুটি ভালো। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন বলে জানা গেছে।

নির্বাচন কমিশন (ইসি) ভোট গ্রহণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে। সারা দেশে মোতায়েন করা হয়েছে প্রায় ১০ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।