সীতাকুণ্ড প্রতিনিধিঃ-
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহে গেলে সন্ত্রাসীদের হামলার শিকার হন এখনই টিভির সাংবাদিক জাহিদ হোসেন ও ক্যামেরাপারসন পারভেজ। ঘটনাস্থলে উপস্থিত সূত্রে জানা যায়, ওই সময় প্রায় ৩০-৪০ জনের একটি সন্ত্রাসী দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা সাংবাদিকদের কাছ থেকে প্রায় দশ লক্ষ টাকার ক্যামেরা, কয়েকটি মোবাইল ফোন, হাতঘড়ি ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে আজ বুধবার বিকেল ৪টায় সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন অনিকের সভাপতিত্বে সভাটি ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংবাদিক সাইদুল হক, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, ইকবাল হোসেন রুবেল ও এস. এম. ইকবাল।
ভুক্তভোগী সাংবাদিক জাহিদ হোসেন বলেন,
“সংবাদ সংগ্রহে গেলে ইয়াছিন গ্রুপের প্রায় ৩০-৪০ জন সন্ত্রাসী আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আমরা থানায় মামলা করেছি। আশা করি পুলিশ দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করবে এবং লুট হওয়া মালামাল উদ্ধার করবে।”
সভায় বক্তারা সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা ব্যাহত হবে, যা গণতন্ত্রের জন্য অশনিসঙ্কেত।