নাটোর প্রতিনিধি:-
নাটোরের লালপুরে এক আইনজীবীর বাড়িতে সংঘটিত হয়েছে ভয়াবহ ডাকাতির ঘটনা। এতে গুরুতর আহত হয়েছেন তিনজন। বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে লালপুর উপজেলা সদর থেকে প্রায় এক কিলোমিটার পশ্চিমে মাধবপুর এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী অ্যাডভোকেট সাধন কুমার দাস নাটোর জজ কোর্টের আইনজীবী এবং মৃত ননী গোপাল দাসের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, ৮-১০ জনের একটি সশস্ত্র মুখোশধারী ডাকাতদল দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে এলোপাতাড়ি মারধর শুরু করে। তারা অ্যাডভোকেট সাধন কুমারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এবং ঘরে থাকা প্রায় ৩ লাখ ১০ হাজার টাকা নগদ অর্থ ও প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়।
ডাকাতদের বাধা দিতে গেলে সাধনের ভাইয়ের ছেলে রিপন কুমার দাস ও তার স্ত্রীকেও মারধর করা হয়। আহতদের প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অ্যাডভোকেট সাধন কুমার ও রিপনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
আহত রিপন কুমার দাস জানান, “রাত দেড়টার দিকে হঠাৎ চিৎকার শুনে পাশের ঘর থেকে উঠে এসে দেখি, মুখোশধারী ডাকাতরা কাকার ঘরে ঢুকে লুটপাট ও মারধর করছে। বাধা দিতে গেলে তারা আমাকে এবং আমার স্ত্রীকে মারধর করে, আমি অজ্ঞান হয়ে যাই।”
এ বিষয়ে লালপুর থানার ওসি (তদন্ত) মোমিনুজ্জামান বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামি শনাক্তে পুলিশের একটি বিশেষ দল কাজ করছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”