ঢাকা প্রেস
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-
নাটোরের বড়াইগ্রামে স্থানীয় রাজনৈতিক দ্বন্দের জেরে বিএনপি ও আওয়ামীলীগের দুই গুরুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। রোববার রাত ৮টার দিকে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের বাগডোব বাজারে এই ঘটনা ঘটে। সংঘর্ষে আহত উপজেলার পার-বাগডোব গ্রামের আব্দুল খালেকের ছেলে নাসিরুল ইসলাম (৩৫) ও নাজমুল ইসলাম (৩০) এবং বাগডোব গ্রামের মৃত শের মাহমুদের ছেলে শাহজাহান আলী (৫০)কে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত অন্যেরা স্থানীয় চিকিৎসকদের কাছে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। তবে নাজমুল ইসলামের শারিরীক অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় ইউপি সদস্য ওয়ারসেল আলী জানান, পার-বাগডোব গ্রামের আ’লীগ কর্মী জামাল হোসেনের সাথে একই গ্রামের বিএনপি কর্মী মোজাহার আলীর দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল। ৫ আগস্টের ঘটনার পর জামাল হোসেন আত্মগোপনে ছিলেন। রোববার রাতে বাগডোব বাজারে মোজাহারের পানের আড়তের সামনে আ’লীগ কর্মী জামাল হোসেনকে দেখতে পেয়ে বিএনপি কর্মী মোজাহার ও তার দ্ইু ভাতিজা যথাক্রমে নাজমুল ও নাসিরুল পথ রোধ করে মারপিট করে। এ বিষয়টি জানাজানি হলে বাগডোবের সেলিম হোসেন ও মাহাবুল ইসলামের নেতৃতে¦ সংঘবদ্ধ হয়ে অর্ধ শতাধিক আওয়ামীলীগ কর্মী মোজাহারের পান আড়তে হামলা চালায়। এদিকে আ’লীগের লোকজনের হামলার কথা জানার পর সেখানে বিএনপিরও অর্ধ শতাধিক কর্মী জড়ো হয়। পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টীম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মাহাবুবুর রহমান জানান, রাতে ওই এলাকায় পুলিশ টহল জোরদার ছিলো। পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে মোজাহার আলী বাদী হয়ে সোমবার সকালে ১৫ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন। ।
#