কুড়িগ্রামে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ জানুয়ারি ২০২৫ ০৬:২৯ অপরাহ্ণ   |   ৩৭২ বার পঠিত
কুড়িগ্রামে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ১৬ জানুয়ারি ২০২৫ তারিখ সকলা আনুমানিক ১১:০০ ঘটিকায় ফুলবাড়ী ০২ নং শিমুবাড়ি ইউনিয়ন এলাকা থেকে লালমনিরহাট সদর থানাধীন বলিরাম এলাকার মাদক কারবারি শ্রী ভরত চন্দ্র রায় (৪০) কে ০৩ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। 

 



উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে।
 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে ফুলবাড়ী থানা পুলিশ সর্বদাই সতর্ক অবস্থানে রয়েছে। ফুলবাড়ী উপজেলায় মাদকদ্রব্যের চোরাচালান রোধে প্রতিনিয়ত পেট্রোলিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদক চোরাচালানকারী যতোই শক্তিশালী হোক না কেন, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।