‘লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে’র নিবন্ধন চলছে শিক্ষার্থীদের

প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২৪ ১২:৩১ অপরাহ্ণ ২০৮ বার পঠিত
‘লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে’র নিবন্ধন চলছে শিক্ষার্থীদের

শিক্ষার্থীদের ‘লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে’র নিবন্ধন চলছে। এই প্রতিযোগিতার আয়োজন করছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোরে গিয়ে ‘লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড আমাই’ ইনস্টল করে নির্ধারিত ফরমটি পূরণ করতে হবে।

প্রতিযোগিতার অঞ্চল হবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট। রাজশাহী ও খুলনা বিভাগের জন্য নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ২৩ জানুয়ারি। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের জন্য নিবন্ধন সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ২৭ জানুয়ারি।

দুই ক্যাটাগরিতে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। ‘ক’ ক্যাটাগরিতে অংশ নেবে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা। ‘খ’ ক্যাটাগরিতে অংশ নেবে দশম থেকে দ্বাদশ শ্রেণির (এইচএসসি পরীক্ষার্থীসহ) শিক্ষার্থীরা।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানায়, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রথমবারের মতো দেশব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করছে। এই আয়োজনের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মাতৃভাষা চর্চা, প্রচার ও প্রসার ঘটানোই মূল লক্ষ্য।


নিবন্ধন প্রক্রিয়া : 
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোরে গিয়ে ‘লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড আমাই’ ইনস্টল করে নির্ধারিত ফরমটি পূরণ করতে হবে।