ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস’

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ এপ্রিল ২০২৫ ০৮:৪২ অপরাহ্ণ   |   ৯৪ বার পঠিত
ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস’

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

বাংলাদেশের উদীয়মান স্থপতিদের সৃজনশীলতা ও দূরদর্শী চিন্তাকে স্বীকৃতি দিতে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘কেএসআরএম অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস: বেস্ট আন্ডারগ্রাজুয়েট থিসিস’। দেশের শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান কেএসআরএম এবং ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) যৌথভাবে এই আয়োজন করেছে।
 

এ উপলক্ষে ২৪ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে আইএবি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন আইএবি সভাপতি স্থপতি ড. আবু সাঈদ এম আহমেদ। তিনি জানান, ২০১৯ সালে কেএসআরএম ও আইএবির মধ্যে ১০ বছর মেয়াদি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। সেই ধারাবাহিকতায় প্রতিবছর দেশের ১৫টি আইএবি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
 

প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত সেরা তিনজন প্রতিযোগী মূল প্রতিযোগিতায় অংশ নেন। তাদের থিসিস প্রকল্প থেকে জ্যেষ্ঠ পাঁচজন স্থপতির সমন্বয়ে গঠিত জুরি বোর্ড চূড়ান্তভাবে সেরা তিনজন বিজয়ী নির্বাচন করেন।
 

এবারের প্রতিযোগিতায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চুয়েট, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, এআইইউবি, আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়, স্ট্যামফোর্ড, সাউথইস্ট, স্টেট ইউনিভার্সিটি, লিডিং বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এবং বাংলাদেশ ইউনিভার্সিটি।
 

প্রদর্শনীর উদ্বোধন হবে ২৭ এপ্রিল সকাল ১০টায়, যা চলবে ৩০ এপ্রিল রাত ৮টা পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে ২৬ এপ্রিল একটি বিশেষ অনুষ্ঠানে, যেখানে প্রধান অতিথি থাকবেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
 

বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে থাকছে— প্রথম পুরস্কারে ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কারে ৭৫ হাজার এবং তৃতীয় পুরস্কারে ৫০ হাজার টাকা সম্মাননা। সঙ্গে থাকবে ক্রেস্ট ও সনদ।
 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেএসআরএমের মহাব্যবস্থাপক (মার্কেট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) অবসরপ্রাপ্ত কর্নেল আশফাকুল ইসলাম, আইএবি সহ-সাধারণ সম্পাদক স্থপতি ড. মো. নওরোজ ফাতেমী, শিক্ষা সম্পাদক স্থপতি ড. মো. মারুফ হোসেন, প্রচার সম্পাদক স্থপতি মো. শফিউল আযম শামীম, জুরি চেয়ার স্থপতি নিশাত আফরোজ ও অ্যাওয়ার্ড কো-অর্ডিনেটর স্থপতি সাকিব আহসান চৌধুরী।
 

কেএসআরএমের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির গণমাধ্যম উপদেষ্টা মিজানুল ইসলাম, আইন উপদেষ্টা ব্যারিস্টার সাইফুল আলম চৌধুরী, উপ-ব্যবস্থাপক সৈয়দ তানভীরুল হাসান, প্রকৌশলী জাহাঙ্গীর আলম চৌধুরী এবং কর্মকর্তা মো. মুন রহমান মুন্না।
 

কর্নেল আশফাকুল ইসলাম বলেন, “স্থাপত্য কেবল একটি পেশা নয়, এটি একটি দৃষ্টিভঙ্গি। আমাদের ভবিষ্যৎ নগর, সংস্কৃতি এবং সমাজ কেমন হবে, তা এই তরুণ স্থপতিরাই নির্ধারণ করবেন। এই অ্যাওয়ার্ড তাদের স্বপ্ন বাস্তবায়নে এক অনন্য প্ল্যাটফর্ম।”