গ্রাম বৈশাখি ভোজ 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ এপ্রিল ২০২৫ ০১:৪৩ অপরাহ্ণ   |   ৯৪ বার পঠিত
গ্রাম বৈশাখি ভোজ 

কবিতা: গ্রাম বৈশাখি ভোজ 
কবি: তাছলিমা আক্তার মুক্তা


 

ফরিদপুরের চারটে ইলিশ
পান্তা ভাতের সাথে, 
গ্রামের বাড়ির হেলানচা শাক
সেই মজাদার খেতে । 

 

কাঁচা কাঁঠালের ঝাল পায়েস
গরুর শুটকির সাথে, 
আমরা বাঙালি চেটেপুটে খাই
বৈশাখি পান্তা ভাতে। 

 

সাত রকমের শাক জাতীয় 
সজনে ডালে'র তরকারি, 
দেশি মুরগীর ঝোল রেঁধে 
হাড্ডি চিবিয়ে সাবার করি। 

 

নিমপাতার তিতো গিলে খাই
হলুদ জলে গোসল করি, 
রোগ বালাই বিদায় করতে 
প্রতিজ্ঞাবদ্ধ জীবন গড়ি।