৭৩ বছরেও সংরক্ষণ হয়নি ভাষা শহীদ সালামের কবর

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:২৩ অপরাহ্ণ   |   ১৪৬ বার পঠিত
৭৩ বছরেও সংরক্ষণ হয়নি ভাষা শহীদ সালামের কবর

৭৩ বছর পেরিয়ে গেলেও সংরক্ষণ করা হয়নি ভাষা শহীদ আবদুস সালামের কবর। পরিবারের দীর্ঘ প্রচেষ্টায় তার কবর চিহ্নিত করা হলেও এখনো পাকাকরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। স্বজনদের দাবি, অবিলম্বে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ সালামের কবর সংরক্ষণ করতে হবে।
 

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনে অংশ নেন শহীদ আবদুস সালাম। সেদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে নামলে পুলিশ নির্বিচারে গুলি চালায়। এতে সালামসহ শহীদ হন রফিক, বরকত, জব্বার ও শফিউর।
 

ঢাকার আজিমপুর কবরস্থানে শহীদ বরকত, জব্বার, শফিউর এবং শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমানের কবর সংরক্ষিত থাকলেও, ৭৩ বছরেও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি শহীদ সালামের কবরের জন্য। এ নিয়ে হতাশ ও ক্ষুব্ধ তার পরিবার।
 

পরিবারের সদস্যরা জানান, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালে ফেনী জেলা প্রশাসন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে শহীদ সালামের কবর সংরক্ষণের জন্য ব্যবস্থা নিতে অনুরোধ করে।
 

ওই বছরের ডিসেম্বর মাসে আজিমপুর কবরস্থানে সালামের কবর চিহ্নিত করে সীমানা নির্ধারণ করা হলেও এখনো তা সংরক্ষণ করা হয়নি।
 

ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদ ও সংশ্লিষ্টরা অবিলম্বে শহীদ সালামের কবর সংরক্ষণের জোর দাবি জানিয়েছেন।
 

শুধু ২১ ফেব্রুয়ারি নয়, বরং সারা বছর বাংলা ভাষার চর্চা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নানা আয়োজন অব্যাহত রাখার আহ্বানও জানানো হয়েছে।