লন্ডন থেকে দেশে ফিরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সার্বিক শারীরিক অবস্থার খোঁজখবর নিতে নিয়মিত এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। শনিবার বিকেল ৩টা ৩৮ মিনিটে তিনি হাসপাতালের সিসিইউতে পৌঁছান বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
তিনি জানান, বিকেলে ধানমন্ডির ‘মাহবুব ভবন’ থেকে কিছু সময় মায়ের সঙ্গে থাকার পরই এভারকেয়ারে আসেন জুবাইদা রহমান। এর আগে শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকায় নেমে বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে গিয়েছিলেন তিনি। সেখানে খালেদা জিয়ার শয্যার পাশে অবস্থান ছাড়াও চিকিৎসক দলের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠকে অংশ নেন। উল্লেখ্য, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যও তিনি। আগে বৈঠকগুলোতে ভার্চ্যুয়ালি যুক্ত থাকলেও এবার সরাসরি উপস্থিত থেকে অংশ নেন।
রুমন জানান, ধানমন্ডির বাসায় অবস্থান করলেও জুবাইদা রহমান নিয়মিত টেলিফোনে শাশুড়ির স্বাস্থ্যের আপডেট নিচ্ছেন এবং সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।
গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের মেডিকেল বোর্ড তার চিকিৎসা সেবা পরিচালনা করছে।