মডেল অভিনেত্রী নাহার কনার অভিনয়যাত্রা: নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে সক্রিয় উপস্থিতি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ জানুয়ারি ২০২৬ ০৬:৩২ অপরাহ্ণ   |   ৪২ বার পঠিত
মডেল অভিনেত্রী নাহার কনার অভিনয়যাত্রা: নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে সক্রিয় উপস্থিতি

বিনোদন ডেস্ক:



 


 

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়ে সাবলীলতা ও দক্ষতার মাধ্যমে অল্প সময়েই দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী নাহার কনা। সাম্প্রতিক সময়ে নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করে তিনি নিজেকে ব্যস্ত ও সম্ভাবনাময় শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করছেন।

 


 

নাহার কনা ইতোমধ্যে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত একাধিক নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য একক নাটকের মধ্যে রয়েছে— ‘কন্ট্রাক্ট কিলার’ (ইউটিউব), ‘বউ পেতে কপাল লাগে’ (সিডি চয়েস), ‘শেষ উপহার’ (ইটিভি), ‘ভাই বিয়ে করবে’ (আরটিভি), ‘আমার বাড়ি মেঘের বাড়ি’ (চ্যানেল নাইন) এবং ‘চিৎকার’ (চ্যানেল আই)।

 


 

নাটকের পাশাপাশি বড় পর্দাতেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন এই অভিনেত্রী। এ পর্যন্ত তিনি তিনটি সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি প্রায় ৩০টি শর্ট ফিল্মে কাজ করে তরুণ নির্মাতা ও অনলাইন দর্শকদের মধ্যেও তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন।

 


 

সংগীতাঙ্গনেও নাহার কনার সরব উপস্থিতি রয়েছে। তিনি পাঁচটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন, যা দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে। এছাড়া বিভিন্ন পণ্যের প্রচারণায় অংশ নিয়ে ছয়টি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি।

 


 

ধারাবাহিক নাটকেও নিয়মিত দেখা যাচ্ছে নাহার কনাকে। বৈশাখী টেলিভিশন ও চ্যানেল নাইন-এর ধারাবাহিক নাটকে তার অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়েছে।

 


 

বহুমুখী কাজে নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে নাহার কনা ধীরে ধীরে নিজেকে একজন পরিশ্রমী ও সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।