তারেক রহমান কারো সঙ্গে আঁতাত করেননি, আপস করেননি: সুলতান সালাউদ্দিন টুকু

প্রকাশকালঃ ১৬ নভেম্বর ২০২৪ ০১:৫২ অপরাহ্ণ ৫৩৪ বার পঠিত
তারেক রহমান কারো সঙ্গে আঁতাত করেননি, আপস করেননি: সুলতান সালাউদ্দিন টুকু

ঢাকা প্রেস,টাঙ্গাইল প্রতিনিধি:-
 

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, "অনেকেই আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছে এবং নির্বাচনে অংশগ্রহণ করেছে। তবে বিএনপির নেতা, দেশনায়ক তারেক রহমান কখনো কারো সঙ্গে আপস করেননি, মাথানত করেননি এবং অন্যায়কে প্রশ্রয় দেননি। তিনি সবসময় দেশের মানুষের কল্যাণ এবং তাদের ভোটাধিকারের কথা চিন্তা করেছেন।"

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বামনহাটা ইসলামি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, "বিএনপি যখন যা বলে, তা বাস্তবায়নের জন্য আমাদের পক্ষ থেকে চেষ্টা করা হয়। আমরা কখনো মোনাফেকি করি না। যদিও মানুষের চাহিদা অনেক, তবুও আমরা সীমাবদ্ধতা সত্ত্বেও চেষ্টা করি। অন্যায় হলে তার বিচার করার চেষ্টা করি। এর মধ্যে কিছু ভুলভ্রান্তি হতে পারে, তবে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান সবসময় আমাদের সঠিক পথে পরিচালিত করেছেন।"

নারীদের উদ্দেশে টুকু বলেন, "বেগম খালেদা জিয়া নারীদের উন্নয়নের জন্য অনেক পদক্ষেপ নিয়েছেন, তার মধ্যে অন্যতম ছিল নারীদের বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেওয়া। কাজেই যে দল মানুষের এবং দেশের জন্য চিন্তা করে, সেই দলকেই সমর্থন করা উচিত।"

সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা ও বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।