লামায় গ্রাম পুলিশের সংবাদ সম্মেলন: পৈত্রিক সম্পদ ও মানহানির অভিযোগ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ জানুয়ারি ২০২৬ ০৬:৪৮ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
লামায় গ্রাম পুলিশের সংবাদ সম্মেলন: পৈত্রিক সম্পদ ও মানহানির অভিযোগ

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা-আলীকদম (বান্দরবান):

 

লামার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোঃ আলী আকবর শনিবার লামা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পৈত্রিক সম্পদ জবরদখল, পরিবারের উপর সন্ত্রাসী হামলা এবং মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে মানহানি হওয়ার অভিযোগ তুলে ধরেছেন।
 

মোঃ আলী আকবর জানান, তার পরিবার ফাঁসিয়াখালী এলাকার চাককাটা (কুমারী) এলাকায় ১৪ একর ৯০ শতক জমির মালিক। এই জমিতে ফলদ, বনজ ও মৎস্যসহ বিভিন্ন কৃষি খামার পরিচালনা করে আসছেন। এসম্পত্তি নিয়ে কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের সিকদারপাড়ার মাহবুবুল আলমের সঙ্গে বিরোধ চলছে। মামলার পাশাপাশি প্রতিপক্ষ দফায় দফায় সন্ত্রাসী হামলা চালাচ্ছে। গত ২৭ এপ্রিল ২০২৫ তারিখে এক হামলায় মোঃ আলী আকবরের মাথায় আঘাত ও আঙুল কেটে ফেলা হয়েছে।
 

তিনি আরও বলেন, ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে উভয়পক্ষের সম্মতিতে জমি পরিমাপের চেষ্টা করা হলেও, প্রতিপক্ষ নিজের জমি সঠিকভাবে চিহ্নিত করতে না পারায় পরিমাপ সম্ভব হয়নি। এরপরও কিছু গণমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে। তিনি আইনের মাধ্যমে সঠিক বিচার প্রার্থনা করছেন।
 

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, “মামলা আদালতে চলছে। আদালত সিদ্ধান্ত দেবে। উভয়পক্ষকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে।”