ঢাকা প্রেস,বিনোদন ডেস্ক:-
বর্তমানে বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের নিয়ে নেটদুনিয়ায় জল্পনা চলছে। গত এক বছর ধরে এই চর্চা চলছে, তবে এখনও এ বিষয়ে মুখ খোলেননি কেউ। তবে, নিন্দুকদের মুখে ছাই দিয়ে কাজের জগতে আবারও ফিরছেন ঐশ্বরিয়া।
সম্প্রতি, অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে শুটিং সেট থেকে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন মেকআপ আর্টিস্ট অ্যাড্রিয়ান জেকব। ক্যাপশনে তিনি লিখেছেন, "কাজের জায়গায় ঐশ্বরিয়ার সঙ্গে একটি ভালো দিন কাটালাম", তবে কোন কাজের জন্য এটি হয়েছিল, সে বিষয়ে কিছু জানাননি জেকব।
অন্যদিকে, ঐশ্বরিয়া ও অভিষেকের বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মধ্যে খবর এসেছে যে, তারা আবারও পর্দায় একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। শোনা যাচ্ছে, মণি রত্নমের নতুন সিনেমায় তাদের আবারও একসঙ্গে দেখা যাবে, যা তাদের বিচ্ছেদের জল্পনাকে নতুন মোড় দিয়েছে।
২০০৭ সালে বিয়ের আগেই মণি রত্নমের পরিচালনায় ‘গুরু’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া ও অভিষেক, যার রসায়ন দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছিল। এরপর ২০১০ সালে মুক্তি পাওয়া ‘রাবণ’ সিনেমাতেও একসঙ্গে অভিনয় করেন তারা। ১৪ বছর পর আবার মণি রত্নম তাদের জন্য নতুন একটি চিত্রনাট্য তৈরি করেছেন। তবে, এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি তারা।