ঢাকা প্রেস নিউজ
ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) বিপ্লব কুমার সরকার ও ডিএমপির আরেক যুগ্ম কর্মকর্তা (ট্রাফিক দক্ষিণ) এস এম মেহেদি হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বিনা অনুমতিতে গত ছয় মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ কারণে আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পৃথক প্রজ্ঞাপনে তাদের সাময়িক বরখাস্তের ঘোষণা দেয়। প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি, রাষ্ট্রপতির আদেশক্রমে।
প্রজ্ঞাপনে জানানো হয়, বিপ্লব কুমার সরকার ও এস এম মেহেদি হাসান গত ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষকে অবহিত না করে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাই তাদের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২ (চ) বিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এছাড়া, সাময়িক বরখাস্তকালীন সময়ে বিপ্লব কুমার সরকার বরিশাল রেঞ্জে এবং মেহেদি হাসান সিলেট রেঞ্জে সংযুক্ত থাকবেন। তারা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। প্রজ্ঞাপনে এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে।
বিপ্লব কুমার সরকার ২১তম বিসিএসে পুলিশ ক্যাডারে যোগদান করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের জগন্নাথ হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশের চাকরিতে তিনি দীর্ঘসময় দাপুটে কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে, ২০১১ সালে বিএনপির কর্মসূচি চলাকালে বিরোধী দলের চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুকের ওপর পুলিশের পিটুনির ঘটনায় তিনি এবং তেজগাঁও বিভাগের উপ কমিশনার হারুন অর রশীদ নেতৃত্ব দেন। ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে তাদের প্রভাব পুলিশ বিভাগে আরও বিস্তৃত হয়। ৩১ জুলাই, আওয়ামী লীগ সরকারের পতনের আগ মুহূর্তে বিপ্লব কুমার সরকারকে ডিএমপির যুগ্ম কমিশনার হিসেবে প্রশাসন এবং গোয়েন্দা (ডিবি) দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছিল।