এবার রাষ্ট্রপতির ফোন, নুরকে দিলেন আশ্বাস

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩১ আগu ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ণ   |   ৩০ বার পঠিত
এবার রাষ্ট্রপতির ফোন, নুরকে দিলেন আশ্বাস

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের খোঁজখবর নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
 

রোববার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে টেলিফোনে নুরের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান তিনি।
 

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ গণমাধ্যমকে জানান, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ফোনে নুরের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং সরকারের পক্ষ থেকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেন। একই সঙ্গে রাষ্ট্রপতি নুরের দ্রুত সুস্থতা কামনা করে তার ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ ও তীব্র নিন্দা প্রকাশ করেন। তিনি হামলায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার কথাও বলেন।
 

এর আগে শনিবার দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও ফোন করে নুরের স্বাস্থ্যের খোঁজ নেন এবং হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
 

এদিকে রোববার সকালে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরুল হক নুরের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তার নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে, চোখে আঘাত রয়েছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। তবে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে। তিনি আরও জানান, নুরের সিটিস্ক্যান রিপোর্ট সন্তোষজনক এসেছে। যদিও তিনি কিছুটা মানসিক ট্রমায় আছেন, চিকিৎসক বোর্ডের তত্ত্বাবধানে সব ধরনের চিকিৎসা চলছে।
 

উল্লেখ্য, শুক্রবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর রাজধানীর আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুর। পরে সংগঠনের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেন।