চর উদ্যোগ প্রকল্পের আওতায় কুড়িগ্রামে ছাগল বিতরণ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ মার্চ ২০২৫ ০২:২৯ অপরাহ্ণ   |   ৩১০ বার পঠিত
চর উদ্যোগ প্রকল্পের আওতায় কুড়িগ্রামে ছাগল বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার স্থানীয় এনজিও সেন্টার ফর ডেভেলপমেন্ট কুড়িগ্রাম (সিএসডিকে) এর আয়োজনে ন্যাশনাল চর অ্যালায়েন্স এর সহযোগিতায় চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের উত্তর চর সাজাই আশ্রয় কেন্দ্রে চর উদ্যোগ প্রকল্পের আওতায়  ১০ টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়। 
 

কিছুদিন আগে সেখানে আরো ১৪টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয় গুচ্ছ গ্রামে বসবাসরত ৫০ টি পরিবারের মাঝেই ছাগল বিতরণ করা হবে বলে আশ্বস্ত করেন দাতা সংস্থার প্রতিনিধিবৃন্দ।
 

চরের মানুষের জীবন মান উন্নয়নে সেন্টার ফর ডেভেলপমেন্ট কুড়িগ্রাম (সিএসডিকে) এনজিও'র মাধ্যমে চরে বিভিন্ন সময় এ সকল সহযোগিতা অব্যাহত রয়েছে যাতে করে চরে বসবাসরত দরিদ্র পরিবার গুলো আর্থসামাজিক উন্নয়ন করা যায়।
 

বিতরণ কালে উপস্থিত ছিলেন সেন্টার ফর ডেভেলপমেন্ট কুড়িগ্রাম (সিএসডিকে) এনজিও'র নির্বাহী পরিচালক মোঃ আবু হানিফ মাষ্টার ও সহকারী পরিচালক মোঃ হারুনঅর রশিদ শাকিল এবং এনজিওর সুপারভাইজার মোঃ রিপন মিয়া, অফিস স্টাফ মোঃ শাকিল রানা ও সাংস্কৃতিক ব্যাক্তি মোঃ সাদ্দাম হোসেনসহ আরো অনেক ব্যক্তিবর্গ।