ঢাকা প্রেস নিউজ
টঙ্গীর ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে সাদ ও জুবায়েরপন্থীদের সংঘর্ষে প্রাণহানির পর ময়দান সংলগ্ন কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকা সংলগ্ন সব ধরনের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে, বর্তমান শান্তিপূর্ণ পরিস্থিতি বিবেচনায় ১৬ দিন পর সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৮ ডিসেম্বর বুধবার দুপুর ২টা থেকে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি বিষয়ক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যা শুক্রবার (৩ জানুয়ারি) থেকে প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর দিবাগত রাত ৩টায় বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তিনজন প্রাণ হারান এবং উভয়পক্ষের শতাধিক ব্যক্তি আহত হন।