লতিফ সিদ্দিকীর জামিন আবেদন প্রত্যাহার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩৪ অপরাহ্ণ   |   ২৯ বার পঠিত
লতিফ সিদ্দিকীর জামিন আবেদন প্রত্যাহার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ সাত আসামি জামিনের জন্য আবেদন করেছিলেন। তবে শুনানির আগ মুহূর্তে লতিফ সিদ্দিকীর আইনজীবীরা তার জামিন আবেদন প্রত্যাহার করেন। বাকি ছয় আসামির জামিন আদালত নামঞ্জুর করেছে।
 

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে শুনানি ধার্য ছিল। আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এজলাসে উপস্থিত থাকেন। শুনানির এক পর্যায়ে লতিফের আবেদন প্রত্যাহার করা হয়। তিনি ২৯ আগস্ট থেকে কারাগারে আছেন।
 

নামঞ্জুর হওয়া আসামিরা হলেন: গোলাম মোস্তফা, জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খান, আমির হোসেন সুমন, মো. শফিকুল ইসলাম দেলোয়ার ও আব্দুল্লাহীল কাইউম।
 

লতিফ সিদ্দিকীর আইনজীবী তাহমীম মহিমা বাঁধন জানান, শুরুতে তিনি ওকালতনামায় সই করতে চাননি, পরে সই করেন। এছাড়া, বয়সজনিত ও অসুস্থতার কারণে জামিন শুনানি করার কথা ছিল, কিন্তু মেডিকেল রিপোর্ট সময়মতো সরবরাহ না হওয়ায় আবেদন প্রত্যাহার করা হয়েছে।
 

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে লতিফসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সশস্ত্র কর্মকাণ্ডের মাধ্যমে দেশের অস্থিতিশীল করার চেষ্টা করছেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্র করছেন।
 

তিনি আরও বলেন, লতিফ আদালতের প্রতি আস্থা দেখাননি। জামিনের আবেদন প্রত্যাহারের পেছনে বিষয়টি বোঝা যায় যে, আসামিপক্ষ রাষ্ট্রপক্ষের কঠোর বিরোধিতা মোকাবিলা করতে পারেননি।
 

এর আগে, ওই মামলায় লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান (কার্জন), মো. আব্দুল্লাহ আল আমিনসহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছিল।