 
                            
আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধিঃ-
বিশিষ্ট নাগরিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র জনতা বাঙ্গরা বাজার থানা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) কুমিল্লার মুরাদনগর উপজেলা ২নং আকুবপুর ইউনিয়ন আকুবপুর গ্রামের আমতলী মার্কেট জাতীয় নাগরিক কমিটির অফিসের মাঠ প্রাঙ্গণে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র জনতা বাঙ্গরা বাজার থানা উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় নাগরিক কমিটির বাঙ্গরা বাজার সভাপতি কামরুল হাসান কেনাল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ শফিকুল রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির মুরাদনগর উপজেলা শাখা উপদেষ্ঠা আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার। উক্ত অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্যে রাখেন জাতীয় নাগরিক পাটির বাঙ্গরা বাজার থানা শাখা সাংগঠনিক সম্পাদক শাহিন খান, জেলা সদস্য মোঃ কামাল উদ্দিন সরকার, জাহের মুন্সী, বাঙ্গরা ইউপি’র সভাপাতি শেখ আলমগীর হোসেনসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
প্রধান অতিথি আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার বলেন ফ্যাসিবাদী সরকারের হাত থেকে আমরা এ দেশকে মুক্ত করেছি। তাই এ দেশকে আর কখনো ফ্যাসিবাদী হতে দেয়া যাবে না। সেজন্য আমাদের সজাগ থেকে জাতীয় নাগরিক কমিটির সকল কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে হবে। সমগ্র দেশ বিনির্মাণে জাতীয় নাগরিক কমিটির বিকল্প নেই। তাই আসুন আমরা হাতে হাত রেখে বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়ে তুলি। অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                        
                                         
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        